ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে শরিফুল

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

ইংলিশদের বিপক্ষে ম্যাচের আগের দিন পিঠের পুরোনো ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন মোহাম্মদ সাইফউদ্দিনের। এই অলরাউন্ডার জায়গায় দলে জায়গা পেয়েছেন পেসার শরিফুল ইসলাম।

বাংলাদেশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড: জস বাটলার (উইকেটরক্ষক), জেসন রয়, ডেভিড মালান, জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও টাইমাল মিলস।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.