সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসারাইল। সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইসরাইলি বাহিনী এ হামলা চালায়। খবর- পার্সটুডের

সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, হোমস প্রদেশের টি-ফোর সামরিক ঘাঁটিতে হামলা চালায়। রাত ৯টা ৩৩ মিনিটের সময় ইসরাইল হামলা চালায়।

একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, সিরিয়ার আত-তান্‌ফ এলাকা থেকে ইসরাইলি বাহিনী ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। হামলায় সিরিয়ার ছয় সেনা আহত ও কিছু সম্পদের ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ইসরাইল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে, সম্প্রতি দেশটি সিরিয়ায় অবস্থানরত ইরান ও হিজবুল্লাহ যোদ্ধাদের ঘাঁটি লক্ষ করে হামলা বাড়িয়ে দিয়েছে।

এর আগে, গত মাসে ইসরাইলের সেনারা লেবাননের আকাশসীমা থেকে সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সে সময় ইসরাইল ২৪টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল যার মধ্যে ২১টি ভূপাতিত করে সিরিয় সেনারা।

 

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.