শ্রীলঙ্কা ও আয়ার‌ল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। ম্যাচ দুটি হবে নবনির্মিত আবুধাবি ক্রিকেট ওভালের ১ ও ২ নম্বর মাঠে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্বকাপে অংশ নিতে আগামী ৩ অক্টোবর সকালে ওমানের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ। সেখানে পৌঁছে একদিনের হোম কোয়ারিন্টিনে থাকবে তাঁরা। এরপর ৫-৭ অক্টোবর পর্যন্ত মাঠের অনুশীলনে নিজেদের প্রস্তুত করবেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।

ওমান থেকে ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে বাংলাদেশ। এখানে পৌঁছেও থাকতে হবে একদিনের হোম কোয়ারিন্টিনে। এরপর ১১ অক্টোবর অনুশীলন করবে দল।

১২ অক্টোবর আবুধাবীতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। একদিন বিরতিতে থাকার পর ১৪ অক্টোবর একই মাঠে দ্বিতীয় ও শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পরের দিন ১৫ অক্টোবর ওমানে ফিরবেন সাকিব-মাহমুদউল্লাহরা। এখানে ফিরে ১৬ অক্টোবর অনুশীলন করবে তারা। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচ খেলার পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে লাল-সবুজ প্রতিনিধিরা। এই পর্বে নিজেদের গ্রুপে শীর্ষ দুইয়ে থাকতে পারলে বিশ্বকাপের মূল পর্বের টিকিট পাবে টাইগাররা।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.