ডিএসইতে লেনদেন কমলেও বাজার মূলধন বেড়েছে

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের কিছুটা উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে প্রায় ২ হজার ৫৬১ কোটি টাকার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৯ হাজার ৭০৯ কোটি ৪৯ লাখ  ২৮ হাজার ৮১১ টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ১১ হাজার ১২২ কোটি ৩৯ লাখ ৪৫ হাজার  টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১  হাজার ৪১২ কোটি ৯০ লাখ ১৬ হাজার  টাকার বা ১২.৭০ শতাংশ লেনদেন কমেছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২২.২৯ পয়েন্ট বা দশমিক ৩১ শতাংশ বেড়ে ৭ হাজার ২৫০ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে  দশমিক ৯৯ পয়েন্ট বা  দশমিক ০৪ শতাংশ কমে ২ হাজার ৬৭৩ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ৩.৯৫ পয়েন্ট বা  দশমিক ২৫ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ১৯৮টির। আর ১৮টির দাম ছিল অপরিবর্তিত।

এদিকে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২  হাজার ৫৬১ কোটি ২৩  লাখ ৭৭ হাজার টাকার বা  দশমিক ৫৩ শতাংশ।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৭৪ হাজার ৪৭৫ কোটি ৩৪ লাখ ৫১ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৭৭ হাজার ৩৬ কোটি ৫৮ লাখ ২৮ হাজার টাকায়।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.