তালেবান সরকারের শপথ অনুষ্ঠান বাতিল

তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের সূচনা অনুষ্ঠান নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরকে গুজব বলে উল্লেখ করেছেন তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য ইনামুল্লাহ সামঙ্গানি।

এক টুইটবার্তায় সামাঙ্গানি বলেন, ‘নতুন আফগান সরকারের সূচনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। মানুষ যাতে বিভ্রান্ত না হন, সে জন্য ইসলামিক আমিরশাহির নেতৃত্ব মন্ত্রিসভার একাংশ ঘোষণা করেছে। যা ইতিমধ্যেই কাজ শুরু করেছে।’ খবর- রুশ বার্তা সংস্থা তাসের

তবে কবে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি। এদিকে বেশ কয়েকটি দেশকে তালেবান সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে সংগঠনটি। তবে রাশিয়া ওই অনুষ্ঠানে অংশ নেবে না বলে নিশ্চিত করেছে।

গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভার ঘোষণা করেছিল আফগানিস্তানের তালিবান। শরিয়তি আইন মেনে সরকার চালানোর কথা জানিয়েছে সংগঠনটি।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.