সহযোগী প্রতিষ্ঠান করবে সাউথ বাংলা ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাউথবাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদ দুইটি সহযোগী প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি একটি মার্চেন্ট ব্যাংকিং কোম্পানি এবং একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন করবে।

ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মার্চেন্ট ব্যাংকিং কোম্পানির নাম হবে “এসবিএসি ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড”। আর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির নাম হবে “এসবিএসি ব্যাংক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড”।

কোম্পানি দুইটির পরিশোধিত মূলধন হবে ৪০ কোটি টাকা এবং অনুমোদিত মূলধণ ৫০ কোটি টাকা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই সাউথ বাংলা ব্যাংক সহযোগী প্রতিষ্ঠান গঠন করতে পারবে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.