অনুমতি ছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করলে কী করবেন?

মাঝে মধ্যেই দেখা যায়, নিজের অজান্তেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাচ্ছেন। অথচ সে গ্রুপের সব সদস্যই আপনার অপরিচিত। এতে যেমন ব্যবহারকারীর প্রাইভেসি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তেমনি ভয় থাকে সিকিউরিটি হারিয়ে ফেলারও।

তবে এই ধরণের ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে কিছু কাজ করতে হবে। যারফলে অনুমতি ছাড়া অন্য কেউ আপনাকে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে পারবে না। তাহলে চলুন জেনে নেওয়া যাক, সেসব নিয়ম কানুন-

১। প্রথমে নিজের হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে।

২। এরপর স্ক্রিনের ওপরের ডান দিকের কোণায় যে থ্রি-ডটস দেখা যাবে সেখানে ক্লিক করুন।

৩। একটি মেনু ওপেন হবে, সেখানে গিয়ে Settings অপশনে ক্লিক করুন।

৪। এরপর Account অপশনে ট্যাপ করুন। সেখানে থেকে প্রাইভেসি অপশনে গিয়ে স্ক্রল ডাউন করে Groups এ ট্যাপ করুন। যার ফলে আপনি তিনটি অপশন দেখতে পাবেন।

৫। তিনটি অপশন থেকে Everyone সিলেক্ট করলে যে কোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে।

৬। My contacts সিলেক্ট করলে যাদের নম্বর আপনার মোবাইলে সেভ করা রয়েছে কেবল তারা আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে।

৭। My contacts except সিলেক্ট করলে, সিলেক্টেড ব্যক্তি ছাড়া বাকি সবাই আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে। আপনি আপনার পছন্দমতো অপশন বেছে নিতে পারেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.