অনিশ্চিত টাইগারদের ওমানে ক্যাম্প

চলতি বছর ক্রিকেটে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ। যেখানে ঘরে ও বাইরে মিলে ইতোমধ্যে পাঁচটি সিরিজ খেলেছে টাইগাররা। বিশ্বকাপের আগের নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ খেলবে বাংলাদেশ। গেল কয়েক মাসে টানা খেলার কারণে ক্রিকেটাররা খানিকটা ক্লান্ত।

যার ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে ওমানে আয়োজন করতে চাওয়া কন্ডিশন ক্যাম্প অনিশ্চয়তার মুখে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানিয়েছেন, ‘ক্রিকেটাররা অনেক ক্লান্ত, গত ৭-৮ মাসে ওরা অনেক খেলেছে। তো ক্যাম্পের ব্যাপারটা পুরোপুরি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। খুব সম্ভবত ওরা একটা বিরতি চাইবে। যেহেতু ওখানে গিয়েও জৈব সুরক্ষা বলয়ের ব্যাপার আছে।’

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশ। যেখানে টাইগারদের প্রতিপক্ষ ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। ১৭ অক্টোবর দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। যা শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ওমান। ১৯ অক্টোবর মাঠে নামবে এই দুই দল। সেটিও মাঠে গড়াবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। ২১ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দুই দল। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। বাংলাদেশের সবগুলো ম্যাচ মাঠে গড়াবে ওমানে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.