আবারো মুডিস-এর সর্বোচ্চ রেটিং পেলো ব্র্যাক ব্যাংক

করোনার চলমান অস্থিরতার মধ্যেও ব্র্যাক ব্যাংক মুডিস ইনভেস্টরস সার্ভিস থেকে স্থিতিশীল রেটিং বজায় রেখেছে। মুডিস এই নিয়ে পঞ্চমবারের মতো ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদী স্থানীয় ও বৈদেশিক মুদ্রা আমানত এবং ইস্যুকারী বিএ৩ রেটিং নিশ্চিত করেছে।

আজ শনিবার (২৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্র্যাক ব্যাংকের স্থিতিশীল দৃষ্টিভঙ্গি মুডিস এর এই প্রত্যাশা প্রতিফলিত করে যে, বাংলাদেশের শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মহামারী-সম্পর্কিত সহনশীল ব্যবস্থা গ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ঋণ পরিশোধের ভার লাঘব হবে, ব্যাংকের সম্পদের গুণগত মান স্থির রাখতে সহায়তা করবে এবং আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে তারা আর্থিক সক্ষমতা অর্জন করবে।

মুডিস-এর প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় যে, ব্র্যাক ব্যাংকের রেটিং একই খাতের অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় শক্তিশালী মূলধন অবস্থান এবং সম্পদের গুণমানের প্রতিফলন, যা ব্যাংকটির মাঝারি লাভজনক অবস্থানের তুলনায় অত্যন্ত গুরূত্বপূর্ণ।

মুডিস জানিয়েছে যে ব্র্যাক ব্যাংকের তহবিল কাঠামো বেশ শক্তিশালী এবং ব্যাংকটির সহযোগী প্রতিষ্ঠানগুলোর শক্ত অবস্থান দ্বারা সমর্থিত।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, কোভিড-১৯-এর কঠিন কঠিন সমস্যার মোকাবেলা করে এই অর্জনে আমরা আনন্দিত। তিনি বলেন,ব্র্যাক ব্যাংকের একটি শক্ত ভিত্তি, আর্থিক স্থিতিশীলতা এবং বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনার রেকর্ড রয়েছে এবং আমরা সেই ধারা, এমনকি কঠিন পরিস্থিতির মধ্যেও, অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

মুডিস-এর মতে, আগামী ১২ থেকে ১৮ মাসে ব্র্যাক ব্যাংকের মূলধন একই খাতের রেটিং-এর আওতাভুক্ত অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় বেশ শক্তিশালী থাকবে, কারণ এর অভ্যন্তরীণ মূলধন উৎপাদন ঋণ বৃদ্ধির সাথে তাল মিলিয়ে চলেছে। রেটিং-এর আওতায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় এর বাস্তব সম্পদ সর্বোচ্চ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের (এসএমই) ভিত্তিক পোর্টফোলিওর কারণে ব্র্যাক ব্যাংকের সম্পদের গুণমান কম ঝুঁকিপূর্ণ প্রকৃতির। স্ট্রেসড সম্পদ (যেমনঃ ঝুঁকিপূর্ণ ঋণ, ঋণ পুনঃতফসিল এবং স্থগিতাদেশপ্রাপ্ত ঋণ) মোট ঋণের শতাংশ হিসাবে (স্ট্রেসড সম্পদের অনুপাত) জুন ২০২১ পর্যন্ত রেটিং-এর আওতায় আসা অন্যান্য প্রতিষ্ঠনগুলোর মধ্যে সর্বনিম্ন এবং ব্যাংকের মহামারী-পূর্ব অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে উল্লেখযোগ্য যে ব্র্যাক ব্যাংক একমাত্র বাংলাদেশি ব্যাংক যা বিএ৩-এর সার্বভৌম রেটিং মান বজায় রাখতে পেরেছে।

বিশ্বের বিগ থ্রি ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর একটি মুডিস।

অর্থসূচক/এমআর/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.