কুষ্টিয়ায় করোনায় আরও ৭ জনের মৃত্যু

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে জেলায় ৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সাতজনই কোভিড পজিটিভ ছিলেন।

আজ শুক্রবার (২৭ আগস্ট) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে বর্তমানে ৯৪ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে করোনা আক্রান্ত ৬৬ জন ও উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৮ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় ২৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৬৮ দশমিক ৬৭ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদরের ৪৯ জন, কুমারখালীর ৫, দৌলতপুরের ৯, ভেড়ামারার ২০, মিরপুরের ১২ ও খোকসার ৪ জন রয়েছেন।

জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৫৫১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮১ জন। এখন পর্যন্ত করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৭১৫ জন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.