ঢামেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় সরোয়ার কামাল লিটন (৫৬) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি ময়মনসিংহের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারারক্ষী মো. ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোররাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। সরোয়ার কামাল লিটনের বাবার নাম ফজলুল করিম। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ কারাগার থেকে ঢাকায় পাঠানো হয়েছিল। এর আগেও তাকে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গতকাল সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার দেখানো শেষে কারাগারে নেওয়া হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.