বাংলাদেশে এসে করোনা পজিটিভ ফিন অ্যালেনের

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে আজ বাংলাদেশের মাটিতে পা দিয়েই বড় দুঃসংবাদ পেল তারা। করোনা পজিটিভ হয়েছেন ব্যাটসম্যান ফিন অ্যালেন।

আজ মঙ্গলবার (২৪ আগস্ট) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

যদিও দলের আগেই বাংলাদেশে এসেছিলেন অ্যালেন। ইংল্যান্ডের দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলে সরাসরি ঢাকায় আসেন তিনি। দুই ডোজ ভ্যাকসিনই নিয়েছিলেন এই কিউই তারকা। ঢাকায় আসার ৪৮ ঘণ্টা আগেও সব পরীক্ষায় উতরে গিয়েছিলেন। কিন্তু ঢাকায় এসেই হলেন করোনা পজিটিভ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিকেল দলের পর্যবেক্ষণে আছেন অ্যালেন। তার সঙ্গে যোগাযোগ আছে কিউই মেডিকেল স্টাফদেরও। বর্তমানে দলের সঙ্গে নেই তিনি, নেগেটিভ হওয়ার আগ পর্যন্ত আলাদাই থাকবেন।

অ্যালেনের করোনা পজিটিভ হওয়া নিয়ে নিউজিল্যান্ড দলের ম্যানেজার মিক সান্ডলে বলেছেন, এটা তার জন্য অনেক দুর্ভাগ্যের। সে এখন ভালো আছে। আশা করি দ্রুতই সুস্থ হয়ে যাবে। আর যত দ্রুত সম্ভব করোনা নেগেটিভ হবে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.