ময়মনসিংহ মেডিক্যালে মৃত্যু আরও ১৬

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ছয় ও উপসর্গে ১০ জন মারা গেছেন।

মঙ্গলবার (১৭ আগস্ট) হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানিয়েছেন। করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের রেহেনা (৩৮), ত্রিশালের রাহেলা (৬৫), জাহেদা (৭০), গৌরীপুরের খোদেজা (৬০), ফুলপুরের হান্নান (৭০) ও নেত্রকোনার সালেহা (৬৪)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আয়াতুন্নেছা (৯০), গফরগাঁওয়ের রোজিনা (৩০), কেরামত আলী (৭০), ত্রিশালের রফিকুল ইসলাম (৫২), নেত্রকোনার ফজরবানু (৬০), শ্যামগঞ্জের কাজিম উদ্দিন (৭০), দুর্গাপুরের আপ্রিন (৩৫), শেরপুরের নকলার হুজেরা (৬০), জামালপুরের লাভলু (৬০) ও আবু শামা (৭০)।

ডা. মহিউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় ৩০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৩২৯ জন এবং আইসিইউতে ২২ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় ৫০০টি নমুনা পরীক্ষায় ৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ হাজার ৪২২ জনের। আর সুস্থ হয়েছেন ১৪ হাজার ৬৭৯ জন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.