তুরস্কে আকস্মিক বন্যায় ১৭ জনের মৃত্যু

দাবানলের ক্ষত শুকাতে না শুকাতেই তুরস্কের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) কৃষ্ণ সাগরের উপকূলীয় কয়েকটি শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি-দোকানপাটসহ নানা স্থাপনা।

চলতি মাসে তুরস্ক দুটি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ল। দেশটির দক্ষিণাঞ্চলের বহু এলাকা দাবানলে বিপর্যস্ত। দুই সপ্তাহ ধরে সেখানে আগুন নেভাতে হিমশিম অবস্থায় তুরস্ক কর্তৃপক্ষ। এরমাঝেই দেখা দিল বন্যা।

আজ শুক্রবার (১৩ আগস্ট) তুরস্কের জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, কাস্তামনু প্রদেশে বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিনোপে বন্যায় প্রাণ গেছে আরও দুইজনের। উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে বন্যাকবলিত এলাকায়। সেখানে হেলিকপ্টার ও নৌকাযোগে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

কর্তৃপক্ষ জানায়, একটি এলাকার ডরমেটরিতে শিক্ষার্থীসহ ৭৪০ জন আটকা পড়েছেন। বন্যাদুর্গত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় হাজার মানুষকে। এখনো ৩৩০টির মতো গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পাচঁটি সেতু ভেঙে গেছে বন্যার পানির তোড়ে, তলিয়ে গেছে বহু সড়ক।

সূত্র: সিএনএন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.