বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। এসময় জেলার দুই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ছয় জনের। এ সময়ের মধ্যে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৪ জনের।

আজ শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় মৃত চারজন হলেন- বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কালিমুদ্দিন (৭০), কাহালু উপজেলার জাহিদুর রহমান (৬৯) এবং শাজাহানপুর উপজেলার আনোয়ারা (৭২)।

এছাড়া বাকি একজন অন্য জেলার বাসিন্দা। তিনি করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয় জনের মৃত্যু হয়েছে।

বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

তিনি জানান, এছাড়া অ্যান্টিজেন পরীক্ষায় ১০২ জনের মধ্যে ২০ জন, বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২০টি নমুনার মধ্যে ছয় জনসহ মোট ৮৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এনিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ১৩৩ জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ হাজার ৫১৭ জন। মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬১২ জনে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.