রংপুরে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় বিভাগে দুই হাজার ২১ জনের নমুনা পরীক্ষা করে ৪২৭ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ২১ দশমিক ১৩ শতাংশ।

আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রংপুর জেলার ছয় জন, ঠাকুরগাঁওয়ের ছয় জন, দিনাজপুরের দুজন ও নীলফামারীর একজন মারা গেছেন।

একই সময়ে রংপুর জেলার ১৬৯ জন, দিনাজপুরের ৬৪ জন, গাইবান্ধার ৫৮ জন, কুড়িগ্রামের ৪১ জন, ঠাকুরগাঁওয়ের ৩১ জন, পঞ্চগড়ের ২৬ জন, নীলফামারীর ২৩ জন ও লালমনিরহাট জেলার ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বিভাগের আট জেলায় এ পর্যন্ত দুই লাখ ৩৪ হাজার ৯৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৯ হাজার ৮২৬ জনের।

বিভাগে করোনায় এ পর্যন্ত এক হাজার ‌‌৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুরে ৩০০ জন, রংপুরে ২৫২ জন, ঠাকুরগাঁওয়ে ২১০ জন, নীলফামারীতে ৭৭ জন, পঞ্চগড়ে ৬৬ জন, কুড়িগ্রামে ৫৯ জন, লালমনিরহাটে ৫৭ জন ও গাইবান্ধায় ৫৭ জন মারা গেছেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.