পেনিনসুলা ব্যালেন্সড ফান্ডের লভ্যাংশ ঘোষণা

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড পেনিনসুলা ব্যালেন্সড ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ট্রাস্টি ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।

মঙ্গলবার (৩ আগস্ট) ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ৩০ জুন সমাপ্ত ২০২০-২০২১ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়।

সংশ্লিষ্ট অ্যাসেট ম্যানেজমেন্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন, ২০২১ তারিখে যাদের হাতে ফান্ডের ইউনিট ছিল, তারা এ লভ্যাংশ পাবেন। আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ২ টাকা ৩৯ পয়সা।

সমাপ্ত সময়ে ফান্ডটি বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১৪ টাকা ০৬ পয়সা।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.