ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের আর্থিক প্রতিবেদন প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড প্রথম,দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিক

প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর,২০) ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে দশমিক ৯৯ পয়সা। আগের বছর একই সময় ফান্ডটি ইউনিট প্রতি ১০ পয়সা লোকসান করেছিল।

৩০ সেপ্টেম্বর,২০২০ সমাপ্ত সময়ে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১০ টাকা ৩৪ পয়সা।

দ্বিতীয় প্রান্তিক

বছরের ৬ মাসে (জুলাই-ডিসেম্বর,২০) ফান্ডটি ইউনিট প্রতি আয় করেছে ৬১ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ৪৬ পয়সা।

আলোচ্য সময়ে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১১ টাকা ২১ পয়সা।

তৃতীয় প্রান্তিক

বছরের ৯ মাসে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে দশমিক ০৫ পয়সা। আগের বছর একই সময় দশমিক ৪৩ পয়সা লোকসান করেছিল।

তিন প্রান্তিক মিলিয়ে ফান্ডটির ইপিইউ হয়েছে ১ টাকা ১০ পয়সা। আগের বছর একই সময়ে ইউনিট প্রতি লোকসান ছিল ৯৯ পয়সা।

আলোচ্য সময়ে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী এনএভি হয়েছে ১০ টাকা ১৯ পয়সা।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.