মূল্য সংবেদনশীল তথ্য নেই ৮ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণ ডিএসই জানতে চাইলে কোম্পানিগুলো জানায় মূল্য সংবেদনশীল তথ্য নেই।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ফ্যাস ফিন্যান্স, তুংহাই নিটিং, আনোয়ার গ্যালভানাইজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি, বিডি ফিন্যান্স, তাল্লু স্পিনিং, তমিজ উদ্দিন টেক্সটাইল ও পেপার প্রোসেসিং লিমিটেড।

সূত্র জানায়, সম্প্রতি কোম্পানিগুলোর শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার কারণে ডিএসই গতকাল ১৪ জুলাই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিগুলো জানায় অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ছে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.