চলে গেলেন বঙ্গবন্ধু উপাধির প্রস্তাবক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনকে বঙ্গবন্ধু উপাধি দেয়ার প্রস্তাবক রেজাউল হক চৌধুরী মোস্তাক আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। বুধবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭১ বছর।

রেজাউলের বড় মেয়ে মেহেজাবিন রেজা জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে তার বাবার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

১৯৬৯ সালের গণঅভ্যত্থানের সময় বঙ্গবন্ধু উপাধির উপস্থাপক ছিলেন রেজাউল। এ ছাড়াও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠকের ভূমিকাও পালন করেন তিনি। অংশ নেন মুক্তিযুদ্ধেও।

পেশাগত জীবনে রেজাউল এন হারবার কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও ছিলেন ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদস্য। ২০১২-২০১৩ সালে চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.