এমটিবির নতুন অ্যাপ এমসিপিভি উদ্বোধন

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) সম্প্রতি সেরা ডিজিটাইজড্ ব্যাংকগুলোর মধ্যে অন্যতম সেরা হওয়ার প্রত্যাশায়, রিটেইল ঋণ ও কার্ড ভেরিফিকেশনের জন্য নতুন অ্যাপ “এমসিপিভি”-এর উদ্বোধন করলো। ভবিষ্যতমুখী এই আ্যাপ ব্যবহারের ক্ষেত্রে এমটিবি বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় যা কর্মক্ষেত্রে কর্মীদের আরো স্বাচ্ছন্দ্যময় পরিবেশ বর্ধনে কাজে আসবে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এমটিবি’র প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় এই অ্যাপের উদ্বোধন ঘোষণা দেন।

এছাড়াও এই উদ্বোধনী অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চীফ বিজনেস অফিসার, সৈয়দ রফিকুল হক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ চীফ রিস্ক অফিসার, চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্ল্যায়ান্স, গৌতম প্রসাদ দাস, উপব্যবস্থাপনা পরিচালক ও চীফ অপারেটিং অফিসার, তারেক রিয়াজ খান, উপব্যবস্থাপনা পরিচালক-কর্পোরেট অ্যান্ড কমার্শিয়াল বিজনেস, মোঃ খালিদ মাহমুদ খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, রেইস উদ্দীন আহ্মাদ, হেড অব রিটেইল লেন্ডিং পলিসি ও অ্যানালিটিক্স, শাহেদ হাসান খান, হেড অব ডিজিটাল লেন্ডিং ও সল্যুশন, খালিদ হোসেন, হেড অব সেন্ট্রাল ভেরিফিকেশন ইউনিট, নাকিবা বেগম এবং হেড অব কমিউনিকেশন্স ডিপার্টমেন্ট, আজম খান উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.