করোনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড

করোনা মহামারির তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে এপ্রিল মাসে দেশে হঠাৎ করেই করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতে ব্যাপক উল্লম্ফন হয়। মাঝে কিছুদিন শনাক্ত ও মৃত্যু কমলেও আবারও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু কিছুটা কমলেও শনাক্ত বেশ বেড়েছে, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৭৬৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকাল রোববার (১১ জুলাই) দেশে নতুন রোগী শনাক্ত হয় ১১ হাজার ৮৭৪ জন। এরআগে গত ৮ জুলাই দেশে করোনা শনাক্ত হয় ১১ হাজার ৬৫১ জনের।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ১১৮৭৪, ৮৭৭২, ১১৩২৪, ১১৬৫১, ১১১২৬, ১১৫২৫ ও ৯৯৬৪ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪ হাজার ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ৩১ দশমিক ২৪ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ৪০ হাজার ১৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয় ৭০ লাখ ১৫ হাজার ২৩৪ জনের। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৭৫ শতাংশ।

আজ সোমবার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ১৩৭৬৮ জন

মোট আক্রান্তের সংখ্যা: ১০৩৪৯৫৭ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ২২০ জনের

মোট মৃত্যু হয়েছে: ১৬৬৩৯ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৭০২০ জন

মোট সুস্থ হয়েছেন: ৮৮১৫২১ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২২০ জন মারা গেছেন। গতকাল রোববার (১১ জুলাই) করোনায় মারা যান ২৩০ জন, যা এযাবৎ কালের সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৯ জুলাই ২১২ জন মারা যায়।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ২৩০, ১৮৫, ২১২, ১৯৯, ২০১, ১৬৩ ও ১৬৪ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৯ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৬১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ হাজার ২০ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন আট লাখ ৮১ হাজার ৫২১ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক শুন্য ১৮ শতাংশ।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.