করোনায় একদিনে আরও ১৬৩ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড

করোনা মহামারির তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এর মধ্যে এপ্রিল মাসে দেশে হঠাৎ করেই করোনা রোগী শনাক্ত ও মৃত্যুতে ব্যাপক উল্লম্ফন হয়। মাঝে কিছুদিন শনাক্ত ও মৃত্যু কমলেও আবারও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও নতুন রোগী শনাক্ত বেড়েছে বেশ, যা একদিনে সর্বোচ্চ শনাক্ত।

গত ২৪ ঘণ্টায় দেশে রেকর্ড ১১ হাজার ৫২৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এরআগে গত ৫ জুলাই দেশে করোনা শনাক্ত হয় নয় হাজার ৯৬৪ জনের, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল।

আগের সাত দিনে দেশে যথাক্রমে ৯৯৬৪, ৮৬৬১, ৬২১৪, ৮৪৮৩, ৮৩০১, ৮৮২২, ৭৬৬৬ ও ৮৩৬৪ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় লাখ ৬৬ হাজার ৪০৬ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৬ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয় ৬৭ লাখ ৯৪ হাজার ১৯৩ জনের। মোট শনাক্তের হার ১৪ দশমিক ২২ শতাংশ।

আজ মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


একনজরে দেশের করোনার চিত্র

নতুন করে শনাক্ত হয়েছেন: ১১৫২৫ জন

মোট আক্রান্তের সংখ্যা: ৯৬৬৪০৬ জন

২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে: ১৬৩ জনের

মোট মৃত্যু হয়েছে: ১৫৩৯২ জনের

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন: ৫৪৩৩ জন

মোট সুস্থ হয়েছেন: ৮৪৪৫১৫ জন


গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৩ জন মারা গেছেন, যা একদিনে এ যাবতকালের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত ৫ জুলাই ১৬৪ জন মারা যায়, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ।

গত সাত দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন যথাক্রমে ১৬৪, ১৫৩, ১৩৪, ১৪৩, ১১৫, ১১২, ১০৪ ও ১১৯ জন।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৯২ জনে। মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ হাজার ৪৩৩ জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে এখন পর্যন্ত করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৫১৫ জন। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৩৯ শতাংশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.