যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ, চলবে আন্তর্জাতিক ফ্লাইট

করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে সারাদেশে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। কঠোর এই লকডাউনে সড়ক, রেল ও নৌ-পথে যন্ত্রচালিত সব পরিবহন বন্ধ রাখা হবে। চলবে শুধু আন্তর্জাতিক ফ্লাইট।

আগামীকাল বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে এমন ‘বিধিনিষেধ’ দিয়ে আজ বুধবার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এই সময়ে সব সরকারি, আধাসরকারি,স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক, রেল ও নৌ-পথে পরিবহন (অভ্যন্তরীণ বিমানসহ) ও সব ধরনের যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

আন্তর্জাতিক ফ্লাইট ঢালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকিট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.