বুধবার পর্যন্ত বর্তমান নিয়মে ব্যাংকে লেনদেন

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে লকডাউন ঘোষণা করেছে। দুটি পর্বে এই লকডাউন চলবে। আগামী সোমবার থেকে বুধবার (৩০ জুন) পর্যন্ত লকডাউন চলবে সীমিত পরিসরে। আর বৃহস্পতিবার শুরু হবে ৭ দিনের সর্বাত্মক বা কঠোর লকডাউন।আজ (২৭ জুন) সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে লকডাউনের বিস্তারিত জানিয়েছে। প্রজ্ঞাপন অনুসারে, আগামী বুধবার পর্যন্ত ব্যাংকসহ সব আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে।

আর গণপরিবহন বন্ধ থাকলেও চলবে রিক্সা।

বুধবার পর্যন্ত লকডাউন সীমিত পরিসরে থাকায় এ সময়ের জন্য ব্যাংক লেনদেনের সময়সূচি পরিবর্তনের প্রয়োজন মনে করেনি বাংলাদেশ ব্যাংক। তাছাড়া চলতি সপ্তাহে ব্যাংকে জুন ক্লোজিং হবে। এ সময়ে লেনদেন সময় কমালে তাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বর্তমান সময়সূচি অনুসারে আগামী ৩ দিন লেনদেন চলবে ব্যাংকে। অর্থাৎ সকাল ১০ টায় লেনদেন শুরু হবে। আর তা বিরতিহীনভাবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত চলবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.