রাষ্ট্রদূতদের কর্মস্থলে ফেরত পাঠাতে সম্মত যুক্তরাষ্ট্র-রাশিয়া

মস্কো ও ওয়াশিংটন তাদের দেশের রাষ্ট্রদূতদের ফেরত পাঠাতে সম্মত হয়েছে। জেনেভায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে আলোচনার পর এ কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

জেনেভায় সম্মেলনের পর সাংবাদিকদের পুতিন বলেন, দেশে ডেকে পাঠানো রাষ্ট্রদূতদের তাদের কর্মস্থলে ফেরত পাঠানো হবে। এ দুই নেতার মধ্যে আলোচনায় এটি উঠে আসা ছিল একেবারে প্রাসঙ্গিক বিষয়।

বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকেই মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে।

বাইডেন পুতিনকে একজন ‘হত্যাকারী’ হিসেবে অভিহিত করার পর রাশিয়া গত মার্চে তাদের রাষ্ট্রদূত অ্যানাতোলি আন্তোনভকে দেশে ডেকে পাঠানোর বিরল পদক্ষেপ গ্রহণ করে এবং মস্কোতে নিযুক্ত মার্কিন দূত জন সুলিভানকে অনুরূপভাবে ওয়াশিংটনে ফেরত পাঠানোর কথা বলে।

সুলিভান গত এপ্রিলে মস্কো ত্যাগ করেন। এ সময় উভয় দেশ একের পর এক পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা এবং কূটনীতিকদের বিতাড়নের ঘোষণা দেয়। মে মাসে রাশিয়া আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে একটি ‘বিদ্বেষপূর্ণ’ দেশ হিসেবে অভিহিত করে।

সূত্র: এএফপি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.