২০২০ সালে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ জনশক্তি রফতানিকারক পাকিস্তান

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ২০২০ সালে সবচেয়ে বেশি জনশক্তি রফতানি করেছে। তালিকায় পাকিস্তানের পরই রয়েছে বাংলাদেশ।

পাকিস্তান ইকোনমিক সার্ভের বরাত দিয়ে মিনিস্ট্রি অব ওভারসিজ পাকিস্তানিজ অ্যান্ড এইচআরডি এক টুইবার্তায় এমন দাবি করেছে। তারা বলছে, ২০২০ সালে করোনা মহামারির মধ্যেও দুই লাখ ২৪ হাজার ৭০৫ জনকে বিশ্বের বিভিন্ন দেশে শ্রম বিক্রির জন্য পাঠাতে সক্ষম হয়েছে।

ওই পরিসংখ্যানে বলা হয়, ২০২০ সালে বাংলাদেশ জনশক্তি রফতানি করেছে দুই লাখ ১৭ হাজার ৬৯৯ জন। আর ভারত রফতানি করেছে ৯৪ হাজার ১৪৫ জন।

পাকিস্তানের ইকোনমিক সার্ভে বলছে, ৫০টির বেশি দেশে এক কোটি ১৪ লাখ পাকিস্তানি কাজ করছে। তবে সৌদি আরব এবং আরব আমিরাতেই পাকিস্তানের ৯৬ শতাংশ জনশক্তি রফতানি হয়েছে।

এর আগে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জনশক্তি রফতানিতে বাংলাদেশ শীর্ষে ছিল বলেও পাকিস্তানের পরিসংখ্যানে জানানো হয়।

সূত্র: ডন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.