ইসরায়েলকে বিধ্বস্ত করে ইউরোর প্রস্তুতি সারলেন রোনালদোরা

ইউরো কাপের মূল আসর শুরুর আগে নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিল পর্তুগাল। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রথমটিতে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। তবে পরের ম্যাচেই ইসরায়েলকে উড়িয়ে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ল ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

এর মধ্যে রোনালদো নিজে একটা গোল করেছেন, এছাড়া জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ আর বাকি এক গোল করেন জোয়াও ক্যানসেলো।

ম্যাচের প্রথমার্ধের একেবারে শেষদিকে পরপর দুই গোল আসে। ৪২ মিনিটে দলকে ১-০ গোলে এগিয়ে দেন ফার্নান্দেজ। এরপর চোখের পলক পড়তে না পড়তেই দ্বিতীয় গোল করে পর্তুগাল। এবার গোলদাতা অবশ্যই রোনালদো। ৪৪ মিনিটের এই গোলের ফলাফলেই প্রথমার্ধ শেষ হয়।

পরে দ্বিতীয়ার্ধের ৮৬ মিনিটে অসাধারণ একটা গোল করলেন ক্যানসেলো। ফলে ৩-০ গোলে এগিয়ে যায় পর্তুগাল। নির্ধারিত ৯০ মিনিটের পর আরও ২ মিনিট অতিরিক্ত দেওয়া হয়। ৯১ মিনিটে ইসরায়েলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেই ফার্নান্দেজ। অসাধারণ এই গোলে ব্যবধান দাঁড়ায় ৪-০তে।

এই জয় অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে পর্তুগালের। হাঙ্গেরির বিরুদ্ধে আগামী মঙ্গলবার ইউরো ২০২০-র প্রথম ম্যাচ খেলতে নামবেন রোনালদোরা। ‘এফ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.