দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ধসে পড়ল ভবন, নিহত ৯

দক্ষিণ কোরিয়ায় একটি যাত্রীবাহী বাসের ওপর পাঁচতলা ভবন ধসে পড়ায় ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে বুধবার (০৯ জুন) এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর সেখানে উদ্ধার তৎপরতা শুরু করে অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী বাহিনী (ফায়ার সার্ভিস)। ফায়ার সার্ভিস কর্মকর্তা কিম সিউক সান দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ নিউজকে জানিয়েছেন, বাসটি যখন যাত্রী নেওয়ার জন্য নির্ধারিত স্টপেজে দাঁড়িয়েছিল, তখনই ঘটে এই দুর্ঘটনা। সে সময় বাসটিতে ১৭ জন যাত্রী ছিল।

দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। কেউ হয়তো ভবনটির নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা জানাতে পারেনি দায়িত্বশীল কেউই।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে দমকল বাহিনীর কর্মকর্তা সিউক-সান বলেন, ভবনটি থেকে আগেই সবাইকে সরিয়ে নেওয়া হয়। রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরও এমন দুর্ঘনটা ঘটলো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওগুলোতে ভবনটিকে সরাসরি বাসের ওপর ধসে পড়তে দেখা গেছে।
একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের বলেন, ভবনটি ধসে পড়ার পর আমি রাস্তায় কুয়াশার মতো দেখছিলাম; কিছুই দেখা যাচ্ছিল না।

সূত্র: বিবিসি।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.