সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

দেশের পুঁজিবাজারে গতি ফিরতে শুরু করেছে। এখন মূল্য সূচকের সাথে লেনদেনও নতুন রেকর্ড সৃষ্টি করছে। ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাবনার পরবর্তী প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ২ হাজার ৬৬৯ কোটি ৩৮ লাখ টাকা। যা গত সাড়ে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন পুঁজিবাজারে।

এর আগে ২০১০ সালের ৬ ডিসেম্বর ডিএসইতে ২ হাজার ৭১০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

লেনদেনের বড় উত্থান হলেও আজ ডিএসইতে মূল্য সূচক কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার ডিএসইতে দুই হাজার ৬৬৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৮৭ কোটি ১৩ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল দুই হাজার ১৮২  কোটি ২৫ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমে  অবস্থান করছে ৬ হাজার ৩৮ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়েছে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচকও ৬ পয়েন্ট বেড়েছে।

রোববার ডিএসইতে মোট ৩৬৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৫টির, দর কমেছে ২০১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৩৬ পয়েন্ট। সূচকটি ১৭ হাজার ৫০৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ১৫৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, দর কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.