যুক্তরাষ্ট্রে ফ্লাইট কার্যক্রম জোরদার করছে এমিরেটস, মায়ামি ১২তম গন্তব্য

যুক্তরাষ্ট্রে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এমিরেটসের উপস্থিতি। ২২ জুলাই এয়ারলাইনটির যুক্তরাষ্ট্র নেটওয়ার্কে ১২তম গন্তব্য হিসেবে যুক্ত হচ্ছে ফ্লোরিডার মায়ামি। সপ্তাহে ৪টি ফ্লাইট চলাচল করবে নতুন এই গন্তব্যটিতে।

মায়ামিতে কার্যক্রম শুরু হলে যুক্তরাষ্ট্রে পরিচালিত এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা ৭০টি ছাড়িয়ে যাবে, যার ফলে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য ২৬ হাজারের অধিক যাত্রী আসনের সংস্থান হবে।

বর্তমানে যে সব শহরে এমিরেটসের ফ্লাইট রয়েছে সেগুলো হলো- বোস্টন, শিকাগো, নিউইয়র্ক (জেএফকে ও নিউআর্ক), হিউস্টন, ডালাস, এস এঞ্জেলেস, স্যান ফ্লান্সিসকো, সিয়েটেল, ওয়াশিংটন ডিসি এবং অরল্যান্ডো।

এমিরেটস তাদের সুপরিসর বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজের সাহায্যে মায়ামিতে ফ্লাইট পরিচালনা করবে। উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবর থেকে মায়ামিতে নিয়মিতভাবে এমিরেটসের কার্গো ফ্লাইট চলাচল করছে।

এমিরেটসের হাব দুবাই গত বছরের জুলাই মাস থেকে আন্তর্জাতিক ব্যবসা ও পর্যটণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
করোনাকালে আকাশভ্রমণে যাত্রীদের আস্থা ফিরিয়ে আনতে এমিরেটস বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যার মধ্যে ভ্রমণের সকল ধাপে যাত্রীদের স্বাস্থ্য নিরাপত্তাবিধান, উদার বুকিং নীতি এবং কোভিড কভারসহ মাল্টি-রিক্স বীমা।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.