রাজশাহী মেডিকেলে একদিনে আরও ৮ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও আটজন মারা গেছেন। এর মধ্যে চারজন মারা গেছেন করোনায়। অন্য চারজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন ও রাজশাহীর তিনজন রয়েছেন।

শুক্রবার (০৪ জুন) সকাল ১০টা থেকে আজ শনিবার (০৫ জুন) সকাল ১০টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. শামীম ইয়াজদানী জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে ২২৪ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৬ জন। এরমধ্যে রাজশাহীর ১০, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন এবং নওগাঁর একজন। শনিবার সকাল পর্যন্ত আইসিইউতে ভর্তি আছেন ১৭ জন।

তিনি জানান, দ্রুতই রোগী বাড়ছে। হাসপাতালের বেড খালি থাকছে না। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি ল্যাবে ৪৪৬ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ২৪৩ জন। এর মধ্যে রাজশাহীর ২৬৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৩১ জন, যার শনাক্ত হার রাজশাহীতে ৪৯.৪৩ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১১২ জন, যার শনাক্ত হার ৬১.৮৭ শতাংশ।

এর আগে রামেকে গত ২৪ মে ১০ জন, ২৫ মে চারজন, ২৬ মে চারজন, ২৭ মে চারজন, ২৮ মে ৯ জন, ৩০ মে ১২ জন, ৩১ মে চারজন, ১ জুন সাতজন, ২ জুন সাতজন, ৩ জুন ৯ জন এবং ৪ জুন সর্বোচ্চ ১৬ জন মারা গেছেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.