গুগল ফটোসের স্টোরেজ নীতিমালায় পরিবর্তন

স্টোরেজ নীতিমালায় পরিবর্তন এনেছে জনপ্রিয় ক্লাউড সেবা গুগল ফটোস। ১ জুন থেকে এই নতুন নীতিমালা কার্যকর করা হবে। তবে ছয় মাস আগেই গুগল এ ব্যাপারে আগাম ঘোষণা দিয়ে রেখেছিল। সম্প্রতি তারা গ্রাহকদের নোটিফিকেশনের মাধ্যমে পুনরায় মনে করিয়ে দিয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ী, কোনো ব্যবহারকারী সর্বোচ্চ ১৫ গিগাবাইট পর্যন্ত ফ্রি স্টোরেজ সুবিধা পাবেন। এর বেশি স্পেস পেতে হলে তাকে বাড়তি ফি গুনতে হবে। এই অবস্থায় স্টোরেজ ব্যবস্থাপনা সম্পর্কিত ৪টি ধারণা দিয়েছে গুগল।

১. ১ জুন ২০২১ তারিখের আগে ব্যাকআপ নেওয়া উচ্চমানের ছবি-ভিডিও এই নতুন নীতিমালার আওতামুক্ত থাকবে‌। তবে নতুন করে আপলোড দিলে বা ব্যাকআপ নিতে গেলে স্টোরেজ সীমার নীতি প্রযোজ্য হবে।

২. আপনি সচরাচর নির্দিষ্ট সময়ে যে ধরনের ও যে সংখ্যক ছবি-ভিডিও ব্যাকআপ রাখেন, তাতে করে আপনার ৮০ শতাংশ স্টোরেজ পূর্ণ হতে কেমন সময় লাগবে, সে ব্যাপারে একটা সম্ভাব্য ধারণা নিতে পারবেন গুগল ফটোজে। এছাড়া ৮০ শতাংশ স্টোরেজ পূর্ণ হলেই গুগল ফটোস অ্যাপ থেকে নোটিফিকেশন ও জিমেইলে বার্তা পাঠিয়ে জানিয়ে দেয়াও হবে।

৩. স্টোরেজ ম্যানেজমেন্ট নামে একটি টুল দেখতে পাবেন। এর মাধ্যমে সহজেই স্টোরেজ কোটা ব্যবস্থাপনা করতে পারবেন। এর মাধ্যমে বড় সাইজ ও অস্পষ্ট ছবিগুলোকে আলাদা করে দেখতে পারবেন এবং প্রয়োজনে মুছেও ফেলা যাবে।

৪. স্টোরেজ অপশন ব্যবহারকারীদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। ছবির মান ঠিক রেখে ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ আগের চেয়েও কার্যকর করা হয়েছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.