টানা ব্যর্থতার পরও দলে লিটন, ডাক পেলেন আরেক ওপেনার

কয়েকটি সিরিজে টানা ব্যর্থ লিটন দাস। শ্রীলংকার বিপক্ষে হোম সিরিজে প্রথম দুই ম্যাচেও ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেননি জাতীয় দলের এই ওপেনার। এরপরও তাকে দলে রাখা হয়েছে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দলে আরেক জন ওপেনারকে যোগ করেছে বাংলাদেশ।

ডাক পেয়েছেন উদীয়মান মোহাম্মদ নাঈম শেখ। দলে রাখা হয়েছে দ্বিতীয় ওয়ানডেতে চোটের শিকার অলরাউন্ডার সাইফউদ্দিনকেও।

নিউজিল্যান্ডে সবশেষ ওয়ানডে সিরিজের দলে ছিলেন নাঈম। কোনো ম্যাচ না খেলেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দলে জায়গা হারান বাঁহাতি এই ওপেনার।

নাঈমকে দলে টানলেও তৃতীয় ওয়ানডেতে খেলানো হবে কিনা সেটি নিশ্চিত নয়। কারণ লিটনকে স্কোয়াডে রাখা হয়েছে। লিটন বাদ পড়লেই কেবল চূড়ান্ত একাদশে খেলতে পারবেন নাঈম। শুক্রবার তৃতীয় ওয়ানডে হবে।

বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, শরিফুল ইসলাম।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.