এবারও হজে নিষিদ্ধ হতে পারেন বিদেশিরা

মহামারি করোনার বর্তমান সংক্রমণ পরিস্থিতিতে এ বছরও শুধু স্থানীয় বাসিন্দাদের জন্য পবিত্র হজের অনুমতি সীমিত রাখার পরিকল্পনা করছে সৌদি সরকার। এর ফলে গত বছরের মতো এবারও বিশ্বের অন্য দেশের মুসলিমরা হজে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

সৌদি আরবের দু’টি সরকারি সূত্রের বরাত দিয়ে আজ বুধবার (০৫ মে) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এ বিষয়ে দেশটির দু’টি সরকারি সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষ বিদেশ থেকে আসা হাজীদের প্রবেশে নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে। কেবলমাত্র দেশি হাজীদের অনুমতি হজ করার অনুমতি দেবে। তবে যারা কমপক্ষে ছয় মাস আগে টিকা নিয়েছেন তাদের।

আরেকটি সূত্র জানিয়েছে, বয়সের বিষয়টি বিবেচনা করা হবে।

জানাযায়, প্রাথমিকভাবে সৌদি আরব বিদেশ থেকে কিছু সংখ্যক ভ্যাকসিন হজযাত্রীদের অনুমতি দেওয়ার পরিকল্পনা করে ছিল, তবে ভ্যাকসিনের ধরণ, তাদের কার্যকারিতা এবং নতুন রূপের উত্থানের বিষয়ে সংশয় কর্মকর্তাদের পুনর্বিবেচনার দিকে ঠেলে দিয়েছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.