করোনা নিয়ে মার্চে ভারত সরকারকে সতর্ক করেছিলেন বিজ্ঞানীরা

ভারত সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারা গত মার্চে করোনার নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে সতর্ক করেছিলেন বলে জানিয়েছে রয়টার্স।

পাঁচ বিজ্ঞানীকে নিয়ে গঠিত ওই ফোরামের চারজন আন্তর্জাতিক সংবাদমাধ্যমটিকে বলেছেন, নতুন এবং আরও বেশি সংক্রামক ভ্যারিয়েন্টের বিষয়ে মার্চের শুরুতে সরকারকে অবহিত করা হয়।

বিজ্ঞানীদের দাবি, সতর্কবার্তা যাওয়ার পরেও সরকার থেকে বড় ধরনের বিধিনিষেধ আরোপ করা হয়নি; বরং এই সময়ে লাখ-লাখ মানুষ ধর্মীয় উৎসবে সামিল হয়েছেন। রাজনৈতিক মিছিলে গা ভাসিয়েছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল এই দেশ এখন টালমাটাল অবস্থা পার করছে। গত ২৪ ঘণ্টায় ৪ লাখের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। পৃথিবীর কোনো দেশে একদিনে এত মানুষ শনাক্ত হননি।

রয়টার্স লিখেছে, মার্চের প্রথম দিকে নতুন ভ্যারিয়েন্টের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসকে সতর্ক করে সার্স-কভ-২ জেনেটিক্স কনসোর্টিয়াম ফোরাম।

নাম প্রকাশ না করার শর্তে ফোরামের এক বিজ্ঞানী বলেছেন, তিনি সরাসরি মোদীকেও এ বিষয়ে অবহিত করেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.