উৎপাদন ক্ষমতা বাড়াবে বিডি থাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি থাই অ্যালুমিনিয়াম উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটির বর্তমানের তুলনায় প্রায় ৩০ শতাংশ উৎপাদন বাড়বে বলে কোম্পানিটি আশা করছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি বর্তমান এক্সট্রুশোন প্রেস-১ এর সাথে নতুন রান আউট টেবিল স্থাপন করবে। নতুন এক্সটুশোন প্রেসে ৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা রয়েছে, যা এক্সটুশোন প্রেস-২ এর জায়গায় স্থাপন করা হবে।

কোম্পানিটি ইতোমধ্যে যন্ত্রপাতি কেনার জন্য এল/সি খুলেছে। নতুন মেশিন স্থাপনের মাধ্যমে বিডি থাইয়ের ৩০ শতাংশ উৎপাদন ক্ষমতা বাড়বে; যা কোম্পানিটির পণ্যের চাহিদা বাজারে বাড়বে।

অর্থসূচক/এসএ/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.