প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, গ্রেফতার যুবক  

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে লক্ষ্মীপুরে রামগতি থেকে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার সকালে উপজেলার চর আফজাল এলাকা থেকে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল মতিন চরআফজাল এলাকার মৃত আবদুর রবের ছেলে।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১০ টি ভুয়া প্যাড ও দুইটি সীল, ১ লাখ ৩৯ হাজার টাকার জাল নোট ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামের র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ের সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর কোম্পানীর কমান্ডার খন্দকার মো. শামীম হোসেন।

তিনি বলেন, প্রথম শ্রেণি পাস লক্ষ্মীপুরের আব্দুল মতিন। দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস-১ পরিচয় দিয়ে আবদুল মতিন সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে।

শামীম হোসেন জানান, তার বিরুদ্ধে ৩টি মামলার প্রস্ততি চলছে। এর আগেও একই প্রতারণার অভিযোগে সে কয়েকবার গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.