ডাকাতি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে নিহত ২

হবিগঞ্জের লাখাই উপজেলার গুনিপুর গ্রামে ডাকাতিকালে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। আজ রোববার (১১ এপ্রিল) ভোররাতে উপজেলার গুণিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের একজন জেলার মাধবপুর উপজেলার পুরাইখলা গ্রামের ইউনুস মিয়ার ছেলে হুমায়ুন মিয়া (৪০)। বাকি একজনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গুনিপুর গ্রামে বেশ কিছুদিন ধরে ডাকাতদের উপদ্রব বেড়েছে। প্রায়ই গ্রামের মানুষ পাহারা দেয়। শনিবার দিবাগত গভীর রাতে ৫ জনের একটি ডাকাতদল জালাল মিয়ার বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন বের হয়ে ডাকাতদের ধাওয়া করে দু’জনকে আটক করে গণধোলাই দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

নিহতদের একজনের পরিচয় পাওয়া গেছে এবং আরেকজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান ওসি সাইদুল ইসলাম।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.