টিকা নেওয়ার পর করোনায় আক্রান্ত এমপি চুমকি

গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি করোনার টিকা নেন তিনি।

আজ রোববার (০৪ এপ্রিল) দুপুরে এমপির করোনা আক্রান্তের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী মো. মাজেদুল ইসলাম সেলিম।

গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলে প্রথম দিনই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা গ্রহণের মাধ্যমে কালীগঞ্জ উপজেলায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছিলেন তিনি। টিকা নেওয়ার ১ মাস ২২ দিন পর তিনি করোনায় আক্রান্ত হলেন।

ব্যক্তিগত সহকারী সেলিম জানান, করোনা উপসর্গ নিয়ে কয়েকদিন ধরে ভুগছিলেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। শুক্রবার (০২ এপ্রিল) করোনা পরীক্ষার নমুনা দেন তিনি। পরদিন শনিবার (০৩ এপ্রিল) নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে। তখন থেকেই তিনি ঢাকায় হোম আইসোলেশনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তবে শারীরিকভাবে তিনি এখন সুস্থ আছেন। তিনি রোগমুক্তির জন্য নেতা-কর্মীসহ শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.