কিশোরগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ ও সাংবাদিকসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে শহরের পুরান থানা ও একরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, হেফাজত ইসলামের হরতালের দিন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা-ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটলে রাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা জেলা ও উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে একরামপুর এলাকা দিয়ে শহরে প্রবেশের সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।

কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, করোনায় জনসমাগমে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিএনপির নেতাকর্মীরা শহরের পুরান থানা এলাকায় জড়ো হন। তাদের জড়ো হতে নিষেধ করলে আমাদের ওপর হামলা চালান। বর্তমানে শহরের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.