আইসিইউ রোগীদের কেউ আগুনে পুড়ে মারা যাননি: ঢামেক পরিচালক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত তিনজনের কেউ আগুন পুড়ে কিংবা ধোঁয়ায় মারা যাননি বলে জানিয়েছেন ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক।

আজ বুধবার (১৭ মার্চ) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ঢামেক পরিচালক বলেন, আগুনে পুড়ে বা ধোঁয়ায় কেউ মারা যাননি। মুমূর্ষু রোগীরা লাইফ সাপোর্ট থাকেন। আগুন লাগার পর অন্য জায়গায় স্থানান্তরের পর চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

তিনি আরও বলেন, রোগীদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। ঢামেক করোনা ইউনিটের আইসিইউতে ১৪ জন রোগী ছিলেন, বাকিদের অবস্থা ভালো। আগুনে পুড়ে কারও মৃত্যু হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। স্থানান্তরের সময় কারও অক্সিজেন বন্ধ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

ঢামেক উপ-পরিচালক আলাউন্দিন আল আজাদ বলেন, আইসিইউতে থাকা রোগীদের স্থানান্তরের সময় ওই তিন রোগীর মৃত্যু হয়। তাদের শরীরে বিভিন্ন যন্ত্রপাতি লাগানো ছিল। আগুন লাগার পর রোগীদের যন্ত্রপাতি খুলে স্থানান্তর করায় এবং সব জায়গায় ওইসব যন্ত্রপাতির সাপোর্ট না থাকায় রোগীদের মৃত্যু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে বুধবার (১৭ মার্চ) সকালে নতুন ভবনের করোনা ইউনিটে কভিড আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন আইসিইউতে যত রোগী ছিলেন সবাইকে সরিয়ে ফেলা হয়।

তাদেরকে পুরোনো বার্ন ইউনিটের আইসিইউ, নতুন ভবনের সিসিইউসহ বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

ঘটনা তদন্তে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.