ঘরোয়া উপায়ে ঝলমলে চুল

প্রাকৃতিক ঝলমলে চুল কে-না চায়? খুব সহজেই পেতে পারেন এমন সুন্দর চুল। জেনে নিন কীভাবে।

ডিম
ডিম ফেটিয়ে ১ চা চামচ নারকেল তেল ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে অপেক্ষা করুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।

চায়ের লিকার
কালো চায়ের লিকার বানিয়ে ঠাণ্ডা করে নিন। শ্যাম্পু শেষে চুল ধুয়ে চায়ের লিকার ঢেলে দিন চুলে। ১৫ মিনিট অপেক্ষা করে কন্ডিশনার ব্যবহার করে ধুয়ে ফেলুন চুল।

মুলতানি মাটি
গোলাপজলের চঙ্গে মুলতানি মাটি মিশিয়ে ভেজা চুলে লাগান। কিছুক্ষণ পর পর পানি দিয়ে ভিজিয়ে দেবেন। আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

টক দই
টক দই চুলে লাগিয়ে শাওয়ার ক্যাপ পরে নিন। ৩০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে।

নারকেল তেল
নারকেল তেল গরম করে চুলে লাগান। ১ ঘণ্টা অপেক্ষা করে ধুয়ে ফেলুন মাইল্ড শ্যাম্পু দিয়ে।

অ্যালোভেরা জেল
৪ টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ২ টেবিল চামচ অলিভ অয়েল এবং ৩ টেবিল চামচ টক দই মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পুর সাহায্যে।

অর্থসূচক/আরএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.