ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে: আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন কিছুদিনের মধ্যে সংশোধন হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন ডিজিটাল নিরাপত্তার জন্য প্রয়োজনীয় একটি আইন। কিছু দিনের মধ্যে আপনারা দেখতে পাবেন, যা আপনারা চাচ্ছেন।

আজ (৫ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর আইনমন্ত্রী স্থানীয় একটি জনসভায় বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘সরকার জনগণের পাশে সবসময়ই আছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে সরকার করোনা পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক কম। যদিও কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়।’

দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘আপনারা এ সরকারের পাশে আছেন ও থাকবেন। জনগণই আমাদের শক্তি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক উন্নত দেশ এখনও টিকা দিতে সক্ষম হয়নি। আমাদের সরকার জনগণের জন্য টিকার যোগান দিয়েছে। আপনারা টিকা নিন, ভালো থাকুন।’

তিনি আরও বলেন, ‘আপনারা সবাই যদি শেখ হাসিনার সঙ্গে থাকেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ পাল্টে যাবে। আপনাদের সাহসে পদ্মা সেতু নিজেদের টাকায় করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতির মানচিত্র আজ বদলে গেছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। সবই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে।’

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.