করোনার টিকায় ভ্যাট অব্যাহতি

কোভিড-১৯ নিরোধক টিকা আমদানির পর সংরক্ষণ, বিপণন, পরিবহন, ডিস্ট্রিবিউশন  এবং টিকাদান কর্মসূচির ফি’র ওপর মূল্য সংযোজন কর ( উৎসে মূসক কর্তনসহ) হতে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বুধবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, দু’টি শর্তে  এই সুবিধার বিষয়টি ঘোষণা করেছে এনবিআর। প্রথম শর্ত হলো— করোনাভাইরাস নিরোধক টিকা শুধুমাত্র বাংলাদেশ সরকারকে সরবরাহের ক্ষেত্রে এই অব্যাহতি সুবিধা প্রযোজ্য হবে। দ্বিতীয় শর্ত— করোনাভাইরাস নিরোধক টিকা সরবরাহ বাবদ প্রাপ্ত অর্থের যাবতীয় হিসাব বিবরণী অর্থপ্রাপ্তির ১০  কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট মূল্যসংযোজন কমিশনারেটকে অবহিত করতে হবে।

আদেশে বলা হয়েছে, ‘যেহেতু বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার কর্তৃক নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।  এরই অংশ হিসেবে করোনা টিকার ওপর ভ্যাট অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।’

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.