মুশতাকের মৃত্যু: আইন ঢেলে সাজানোর আহ্বান জাতিসংঘের

বাংলাদেশি লেখক মুশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনার স্বচ্ছ ও স্বাধীন তদন্ত নিশ্চিতের আহ্বান জানিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল বাচলেট বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন ঢেলে সাজানো প্রয়োজন।

তিনি বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছেন মুশতাকের মৃত্যুর তৎক্ষণিক, স্বচ্ছ ও স্বাধীন তদন্তের।

আজ সোমবার (০১ মার্চ) জেনেভায় জাতিসংঘে মানবাধিকার বিষয়ক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বলা হয়েছে।

ব্যাচলেট বলেন, ডিজিটাল সুরক্ষা আইনের একটি সংশোধন হওয়া দরকার, যার অধীনে আহমেদকে অভিযুক্ত করা হয়েছিলো এবং এই আইনের আওতায় অভিযুক্তদের মতামত ও মতামতের অধিকার প্রয়োগের জন্য যাদের আটক করা হয়েছে তাদের অবশ্যই মুক্তি দিতে হবে।

করোনা ভাইরাস সংকটের মধ্যে গত বছরের ৬ মে মুশতাককে তার লালমাটিয়ার বাসা থেকে গ্রেফতার করার পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছিল।

নয় মাস কারাগারে থাকার পর ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে গাজীপুরের কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে মৃত্যু হয় ৫৩ বছর বয়সী এই লেখকের।

তবে কীভাবে তার মৃত্যু হল, সে বিষয়ে কর্তৃপক্ষের স্পষ্ট কোনো বক্তব্য না আসায় সন্দেহ প্রকাশ করেন অনেকে। ঘটনা তদন্তে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটি গঠন করেছে।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.