যুক্তরাষ্ট্রের নেতারা আল জাজিরার কথা ওঠাননি: পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে সে দেশের বিভিন্ন নেতার সঙ্গে আলাপ হলেও কেউই আল জাজিরার প্রতিবেদনের কোনো কথা ওঠাননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ও সিনেটরদের সঙ্গে নানা বিষয়ে আলাপ হয়েছে। তবে কেউই আল জাজিরার প্রতিবেদনের কোনো কথা ওঠাননি।

আজ সোমবার (০১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. এ কে আব্দুল মোমেন একথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ভয়েস অব আমেরিকা, আমেরিকার সময়, আমেরিকা প্রতিদিন, আমেরিকার বাংলাটিভিসহ আরো দু’একটা টিভি এটা নিয়ে প্রশ্ন করেছে। আমরা বলেছি, আল জাজিরা একটা নাটক লিখেছে। তবে তারা নাটকে এত ভুল তথ্য দিয়েছে, তাদের নাটকটা একেবারেই বেমানান।

প্রসঙ্গত, তিনদিনের যুক্তরাষ্ট্র সফর শেষে সোমবার ঢাকায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.