পশুর নদীতে কয়লা বোঝাই কার্গো ডুবি

মোংলার পশুর নদীতে প্রায় ৭০০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

শনিবার রাত ১১ টার দিকে পশুর নদীর বানীশান্তা ও কানাইনগর এলাকায় এম. ভি বিবি-১১৪৮ নামের কার্গো জাহাজটির তলা ফেটে ডুবে যায়।

ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার ওসমান আলী জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়ার ৭ নম্বর অ্যাংকোরেজ থাকা বিদেশি জাহাজ এম. ভি জসকো থেকে কয়লা বোঝাই করে কার্গো জাহাজ এম. ভি বিবি-১১৪৮। এরপর কার্গো জাহাজটি যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। পথিমধ্যে রাত ১১টার দিকে বানীশান্তা ও কানাইনগর এলাকায় পৌঁছালে তলা ফেটে কার্গোটি ডুবে যায়।এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, এ সময় জাহাজের মাস্টারসহ ১০ জন স্টাফ ও একজন নিরাপত্তা কর্মী সাঁতরে কুলে উঠে যায়।

এদিকে, এখনো শুরু হয়নি উদ্ধারকাজ। তবে ঘটনাস্থলে মাইর্কিং করা হয়েছে। কাজ শুরু করার কথাও জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

অর্থসূচক/আরএস

 

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.