‘স্বপ্ন’তে শুরু হয়েছে ‘স্বপ্ন আঁকো বর্ণমালায়’ উৎসব

গত বছরের মত এবারও দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’র সকল আউটলেটে শুরু হয়েছে ‘স্বপ্ন আঁকো বর্ণমালায়’ ছবি আঁকার উৎসব। ১২ ফেব্রুয়ারি থেকে মোট ১৫৭টি আউটলেটে শুরু হয়েছে এ উৎসব। এই আয়োজনে ৪ থেকে ১০ বছর বয়সী সকল শিশু ২১ ফেব্রুয়ারি পর্যন্ত আউটলেট থেকে নির্দিষ্ট আর্ট পেপার সংগ্রহ করে এই আয়োজনে অংশগ্রহণ করতে পারবে।

গত বছর আউটলেটে বসে আঁকার সুযোগ ছিল, এবার শুধুমাত্র আউটলেট থেকে আর্ট পেপার নিয়ে বাসা থেকে এঁকে জমা দিলেই চলবে। আইডিসি ও জাস্ট ফর বেবির সৌজন্যে আয়োজিত অংশগ্রহণকারীরা বাসায় এঁকে আর্ট পেপারটি আউটলেটে এসে ম্যানেজারকে নাম, ফোন নাম্বারসহ জমা দিতে হবে।

এ বিষয়ে স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, মূলত ক্ষুদে শিল্পীদের জন্য এই আয়োজন। তাদের অনুপ্রেরণা, উৎসাহ দিতেই মূলত স্বপ্ন’র এই আয়োজন। আমরা চেষ্টা করবো সকল অংশগ্রহণকারীকে পুরস্কার দিতে। আর আমরা চাই ভাষার মাস কাটুক রঙের সাথে। স্বপ্ন থাকুক রঙে রঙে!

অর্থসূচক/কেএসআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.