হরভজনকে ছাড়িয়ে গেলেন অশ্বিন

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে বেন স্টোকসকে ফিরিয়ে দেশের মাটিতে ২৬৬ উইকেটের মালিক হলেন রবিচন্দ্রন অশ্বিন। একইসঙ্গে স্টোকসকে আউট করে হরভজন সিংহকেও ছাড়িয়ে গেলেন ডানহাতি এই অফ স্পিনার। ঘরের মাঠে ৫৫ টেস্টে ২৮.৭৬ গড়ে ২৬৫ উইকেট নিয়ে দীর্ঘদিন তালিকার দুইয়ে ছিলেন হরভজন।

হরভজনকে ছাড়িয়ে যেতে অশ্বিনের লেগেছে মাত্র ৪৫ ম্যাচ। তাতে ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট নেওয়া ভারতীয় বোলারদের মাঝে দুইয়ে উঠে এসেছেন অশ্বিন। তাঁর উপরে রয়েছেন কেবল অনিল কুম্বলে। ৬৩ ম্যাচে ২৪.৮৮ গড়ে কুম্বলে নিয়েছেন ৩৫০ উইকেট।

ভারতীয় বোলারদের মাঝে সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন কুম্বলে। ১৩২ টেস্ট খেলা ডানহাতি এই স্পিনার নিয়েছেন ৬১৯ উইকেট। এই তালিকার দুইয়ে রয়েছেন কিংবদন্তি কপিল দেব। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক নিয়েছেন ৪৩৪ উইকেট।

ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট সংগ্রাহকদের মাঝে তিনে থাকার মতো সর্বসাকুল্যে উইকেট নেয়া বোলারদের মাঝেও তিনে রয়েছেন হরভজন। ১০৩ টেস্ট খেলে তিনি নিয়েছেন ৪১৭ উইকেট। এদিকে ৩৮৯ উইকেট নিয়ে তালিকার চারে রয়েছেন অশ্বিন। এমন কীর্তির দিনে ইংলিশ ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলেছেন অশ্বিন। ইংলিশদের মাত্র ১৩৪ রানে গুঁড়িয়ে দেওয়ার দিনে ৪৩ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।

অর্থসূচক/এএইচআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.